ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

আট মাসে শেয়ারবাজারে ২০ হাজার নতুন বিনিয়োগকারী

২০২৫ এপ্রিল ০৩ ২০:০১:৩৪
আট মাসে শেয়ারবাজারে ২০ হাজার নতুন বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রায় ৮ মাসে দেশের শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাবের (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ হাজারেরও অধিক। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য অনুযায়ি, বর্তমানে শেয়ারবাজারে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ১৮টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। এতে দেখা যায়, হিসাবে হাসিনা সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১৭ হাজার ৫৮৪টি।

অপরদিকে, বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৩৮৬টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৪৭২টি। এতে দেখা যায়, হাসিনা সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৯১৪টি।

সিডিবিএল বলেছে, হাসিনা সরকার পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৬৬৩টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসেবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৫১১টি।

বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে তার মধ্যে একক নামে বিও হিসাব আছে ১২ লাখ ৫ হাজার ৬৭১টি, যা হাসিনা সরকার পতনের সময় ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৭৭টি। হাসিনা সরকার পতনের পর একক নামে বিও হিসাবে বেড়েছে ২১ হাজার ৯৯৪টি।

তবে হাসিনা সরকারের আমলে শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে। তাদের মধ্যে শেয়ারবাজার ত্যাগের প্রবণতা এখনো বেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, শেয়ারবাজারে মন্দা পরিস্থিতিও এখনো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিও হিসাব হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে প্রতিটি বিনিয়োগকারীর নিবন্ধিত হিসাব। বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন এবং বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন সম্ভব নয়। বিও হিসাবের তথ্য পরিচালনায় দায়িত্ব পালন করে সিডিবিএল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে