ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা

২০২৫ এপ্রিল ০৪ ২১:০০:৫৮
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এ পর্যন্ত ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এর মধ্যে ৪০ হাজার তথ্য ডাটা এন্ট্রি হয়ে গেছে এবং ৫০ হাজারের জন্য কাজ চলছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করছে।"

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং স্বাধীনতার ৫৪ বছর পরও অপ্রাপ্ত বয়স্ক শিশুদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক কারণে।

ফারুক ই আজম আরও জানিয়েছেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি ও বিভিন্ন সেক্টরে কোটা সুবিধা নিয়েছে। এসব বিষয় এখন তদন্তের আওতায় আসছে। তিনি বলেন, "এখন পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধার একটি তালিকা তৈরি হয়নি এবং রাজনৈতিক সরকারের আমলে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে।"

তিনি জানান, "ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হবে। ইতোমধ্যে কয়েকজন নাম প্রত্যাহার আবেদন করেছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।"

অভিযোগ পাওয়া মুক্তিযোদ্ধাদেরকে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার চিঠি দেওয়া হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।

যাদের কাগজপত্র যথাযথ হবে, তারা গেজেটভুক্ত থাকবে। আর যারা অভিযোগ প্রমাণ করতে পারবেন না, তাদের গেজেট বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সংসদ গঠনের পর বিষয়টি দ্রুত নিস্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুতে সফলতা আশা করা হচ্ছে।

মাসুদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে