ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষ

২০২৫ এপ্রিল ০২ ১৬:৪১:০৮
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এলাকায় উত্তেজনা তৈরি করেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রাধিকার সূত্রে জানা গেছে, পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় প্রবেশ করেছে।

বুধবার (২ এপ্রিল) সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বরটওয়াল বলেন, “নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খলভাবে এর কার্যকর জবাব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে, যার কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।”

এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে সামরিক সমঝোতার নীতিগুলো বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষভাবে ঘটেনি। উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতা কমানোর জন্য সম্মত হয়েছেন।

তবে গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই মাসে আইইডি বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত ও এক জন আহত হয়েছেন এবং তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে