ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

বিএনপিকে উদ্দেশ্য করে তাসনিম জারার স্ট্যাটাস

২০২৫ মার্চ ২৯ ১১:২১:৫৭
বিএনপিকে উদ্দেশ্য করে তাসনিম জারার স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক : গত বছরের আগস্টে, ছাত্রজনতার তুমুল প্রতিরোধের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। তবে ইতোমধ্যে এসব সংস্কারের বিষয়ে সরাসরি দ্বিমত পোষণ করেছে বিএনপি, যা নিয়ে নানা আলোচনা চলছে। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে এবার মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম যারা।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৮ মার্চ এক পোস্টে বলেন, "এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার।" যদিও তিনি সরাসরি কোন পরিবারের কথা উল্লেখ করেননি, তবে অনেকেরই ধারণা, তিনি বিএনপিকেই পরোক্ষভাবে লক্ষ্য করে এই মন্তব্য করেছেন।

তাসনিম যাদের পোস্টের নিচে একটি জাতীয় দৈনিকের খবরের লিংকও শেয়ার করেছেন। ঐ সংবাদটির শিরোনাম ছিল, "প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি।" বিএনপি বা কোনো পরিবারের নাম উল্লেখ না করলেও, তাসনিম যাদের পোস্টের সাথে এই লিংক শেয়ার করার কারণে অনেকেই মনে করছেন, তিনি মূলত বিএনপিকেই ইঙ্গিত করেছেন।

এদিকে, তাসনিম যাদের পোস্টে চলমান সংস্কার ইস্যুতে নানান মন্তব্য দেখা গেছে নেটিজেনদের। সম্প্রতি, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপির মতামত পর্যালোচনা করা হলে দেখা যায়, বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয়। তারা দাবি করেছে, কেউ টানা তিনবার প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে না, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। এছাড়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের প্রস্তাবে তারা একমত হয়নি এবং সরকারের মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে মতামত দিয়েছে।

এছাড়া, আরো কিছু সংস্কার ইস্যুতে বিএনপি দ্বিমত পোষণ করেছে। উল্লেখ্য, গত ৫ মার্চ সংস্কার বিষয়ক পাঁচটি কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ঐক্যমত কমিশন স্প্রেডশিট পাঠায়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে