ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঈদ করতে এসে যেভাবে ধরা খেলেন পলাতক আ. লীগ নেতা

২০২৫ এপ্রিল ০২ ২০:০১:৪৪
ঈদ করতে এসে যেভাবে ধরা খেলেন পলাতক আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করা হলে তিনি কারাগারে যান।

সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান জানিয়েছেন, হেদায়েতুল আলম রেজা হাটিকুমরুল হাইওয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, সলঙ্গা থানায় হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে হেদায়েতুল আলম রেজা পলাতক ছিলেন। ঈদের দ্বিতীয় দিন সকালে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাত করতে তার ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ সংবাদ পেয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে