ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

লাগেজভর্তি করে লন্ডন ছুটে গেলেন তাসনিয়া ফারিণ

২০২৫ মার্চ ৩১ ১৬:২৬:২৪
লাগেজভর্তি করে লন্ডন ছুটে গেলেন তাসনিয়া ফারিণ

নিজস্ব প্রতিবেদক: লাগেজভর্তি করে লন্ডনে ছুটে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবারের ঈদ কাটাতে তিনি উড়াল দিলেন যুক্তরাজ্যে, যেখানে আগে থেকেই অবস্থান করছেন তার স্বামী শেখ রেজওয়ান। ঈদের আগে লন্ডন যাওয়ার প্রস্তুতি হিসেবে তিনি ব্যাগভর্তি করে নানা কিছু সঙ্গে নিয়েছেন।

শেখ রেজওয়ান পেশাগত কারণে যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন, যেখানে তার পরিবারও রয়েছে। মূলত স্বামীর সঙ্গে ঈদ উদযাপন করতেই এবার বিলাতের পথে পা বাড়িয়েছেন ফারিণ। তিনি জানান, শুধু নিজের কেনাকাটাই নয়, শ্বশুর-শাশুড়ির দেওয়া উপহারসহ স্বামীর জন্যও নানা জিনিস নিতে হয়েছে।

আট বছরের প্রেমের পর ২০২৩ সালের আগস্টে রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। কলেজ জীবন থেকেই তাদের পরিচয় ও বন্ধুত্ব, যা পরবর্তীতে রূপ নেয় গভীর সম্পর্কে। বিয়ের পর প্রথমবার তারা তুরস্কে ঈদ উদযাপন করেন, তবে এবার যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে ঈদ পালন করছেন তিনি।

লন্ডন যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, "এখানে আসার আগে প্রচুর কিছু আনতে হয়েছে—পাঞ্জাবি, শার্ট, মসলাপাতি, আচার, এমনকি আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের পরিবার থেকেও খাবার দেওয়া হয়েছে। এত কিছু নিতে হয়েছে যে, লাগেজে নিজের জন্য খুব বেশি জায়গাই ছিল না!"

লন্ডনের আবহাওয়া ঠান্ডা হওয়ায় রেজওয়ানের জন্য মোটা কাপড়ের পাঞ্জাবি কিনেছেন ফারিণ। তিনি জানান, সেখানকার ট্রেন্ড অনুসারে কালারফুল পোশাকের পরিবর্তে হালকা রঙের কাপড় নেওয়া হয়েছে।

ঈদের অনুভূতি নিয়ে ফারিণ বলেন, "সবচেয়ে বড় পার্থক্য হলো, এবার ঢাকায় আমার পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না। তবে এখানে মামা-মামি আছেন, তাই তাদের সঙ্গে ঈদ উদযাপন করব। এরপর স্বামীর বাড়িতে যাব।"

জানা গেছে, প্রায় এক মাস যুক্তরাজ্যে কাটানোর পর দেশে ফিরবেন ফারিণ। দেশে ফিরে তিনি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ নামের বাণিজ্যিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এর আগে এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’, যেখানে তার সহশিল্পী অপূর্ব। ওয়েব ফিল্মটির ট্রেলার ও গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

আলীম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে