ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

“হঠাৎ হাত তুলেন তামিম”- যে বর্ণনা দিলেন ডালিম

২০২৫ মার্চ ২৫ ২০:১৮:৫৫
“হঠাৎ হাত তুলেন তামিম”- যে বর্ণনা দিলেন ডালিম

নিজস্ব প্রতিবেদক : প্রথমে, সবাইকে হতভম্ব করে দিয়ে, তামিম ইকবাল কয়েক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে পড়েছিলেন। এমনকি তাঁর শ্বাস-প্রশ্বাসও বন্ধ হয়ে যায়, যা ছিল ভয়ঙ্কর এক মুহূর্ত। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল। তবে ডালিম, মহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রেইনার, অদম্য সাহসে তামিমকে আবার জীবিত করে তুলেন।

ডালিমের বর্ণনায় জানা যায়, “তামিমের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি যখন তাঁর পালস পরীক্ষা করি, কিছুই পাচ্ছিলাম না। একপর্যায়ে মনে হলো, তাঁকে আর বাঁচানো যাবে না। কিন্তু তারপর হঠাৎ করে তামিম একটি নিঃশ্বাস নিলেন, যেন নতুন জীবন ফিরে পেলেন। তাঁর হাতটা একটু নড়ল, যা ছিল একটি ভালো লক্ষণ। তখনই আমাদের মনে আশার আলো দেখা দিলো।”

এটা ছিল এক অদম্য লড়াইয়ের চিত্র। চিকিৎসকদের হস্তক্ষেপ, তামিমের নিজের লড়াই—সব মিলিয়ে সেই মুহূর্তে তামিম যেন ‘মৃত্যুর সাথে এক যুদ্ধ’ করেছিলেন। তামিমের এই সংকটময় সময়টিতে তাঁর পরিবারের সদস্যরা, বিশেষ করে স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল, এবং চাচা আকরাম খান, সবাই তাঁর পাশে ছিলেন। তামিমের প্রতি তাঁদের অদম্য ভালোবাসা এবং সহানুভূতি ছিল খুবই স্পষ্ট।

তামিমের সুস্থতার জন্য সাকিব আল হাসানের মা তাঁর জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি গতকাল নামাজ পড়ে তামিমের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছি।”

এদিকে, তামিমের চিকিৎসকরা জানিয়েছেন যে, তাকে এখন স্বাভাবিক কাজকর্ম করার জন্য তিন মাসের মতো সময় প্রয়োজন। খেলাধুলায় ফিরতে আরো সময় লাগবে, তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তামিমের এই সংগ্রামী যাত্রা দেশবাসীকে এক নতুন আশার আলো দেখিয়েছে। সবাই আশা করছেন, তিনি খুব শিগগিরই মাঠে ফিরে আসবেন, প্রিয় বন্ধুদের সাথে আবারো ক্রিকেট খেলার জন্য।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে