ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

২০২৫ এপ্রিল ০২ ১৯:৫১:০৫
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ-বিমসটেক) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এক আঞ্চলিক জোট হিসেবে পরিচিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসবেন।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যেহেতু বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান, তাই তিনি সদস্যভুক্ত সব দেশের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত ২৯ অক্টোবর বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ঘোষণার বিষয়ে বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে জানিয়েছিলেন। তিনি ঢাকায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য প্রকাশ করেন।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে আগামী ৩ ও ৪ এপ্রিল থাইল্যান্ডে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে