ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০২৫ এপ্রিল ০৩ ২১:০১:৫৫
বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুরের শরীফ মাহমুদ সান নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা কৌশলে নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন।

জানা গেছে, মুচলেকা ও ১৮ লাখ টাকার দেনমোহরের চেক জমা দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়।

শরীফ মাহমুদ সান মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং স্থানীয় সাইফুল ইসলামের ছেলে।

সূত্র জানায়, শরীফ মাহমুদ সানের স্থানীয় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে তাদের এক বছর আগে কাবিন হয়। কিন্তু এরই মধ্যে সান আরেক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

কনের পরিবার যখন বিষয়টি জানতে পারে, তখন স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং গত বুধবার বিয়ের দিন ধার্য করা হয়। মঙ্গলবার ছিল তাদের গায়ে হলুদ। বুধবার বরযাত্রী কনের বাড়িতে গিয়ে হাজির হন শরীফ মাহমুদ।

কিন্তু তিনি তার বিয়ে ভাঙতে বাল্যবিবাহে বাধা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর দেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা শুনে কনের পক্ষের লোকজন সানকে আটক করে। এরপর তাকে রশি দিয়ে বেঁধে গণধোলাই এবং তার শেরওয়ানি পুড়িয়ে দেওয়া হয়।

অন্য বরযাত্রী ও অতিথিরা ঘটনাটি শুনে সটকে পড়ে। স্থানীয় মাতাব্বররা ঘটনাটি জানার পরে কনের বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। শরীফ মাহমুদ পরে প্রতিশ্রুতি দেন যে, তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না এবং তার বাবা ১৮ লাখ টাকার দেনমোহরের চেক প্রদান করেন।

বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি জানান, স্থানীয় মাতাব্বররা সন্ধ্যায় কনের বাড়িতে গিয়ে পরিস্থিতি মীমাংসা করেছেন।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে