ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

২০২৫ এপ্রিল ০৩ ১২:১৫:২৮
দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত।

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে একটি সাক্ষাৎকারে টিউলিপ বলেন, “আপনারা কেন আমার আইনি চিঠি দেখছেন না? এটাও দেখুন, যদি আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন এখনো দেওয়া বাকি থাকে... (বাংলাদেশি কর্তৃপক্ষ) একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি, তবে আমি তাদের থেকে শুনতে অপেক্ষা করছি।”

প্রসঙ্গত, গত জানুয়ারিতে বাংলাদেশে কয়েকটি দুর্নীতির মামলায় টিউলিপের নাম উঠে এলে তিনি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি প্রথমবার জনসম্মুখে এসে বলেন, “অভিযোগ ওঠার কয়েক মাস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেনি।”

পূর্বে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিক “দেশে সম্পদ রেখে গেছেন” এবং তার জবাবদিহি করা উচিত।

টিউলিপের আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) একটি চিঠি পাঠিয়ে অভিযোগগুলোকে “মিথ্যা ও হয়রানিমূলক” দাবি করেছেন।

চিঠিতে বলা হয়েছে, দুদককে “২০২৫ সালের ২৫ মার্চের আগে অথবা এর মধ্যে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, নয়তো আমরা ধরে নেব যে উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে