ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টাকে যা বললেন নরেন্দ্র মোদি

২০২৫ এপ্রিল ০৪ ১৫:৪৪:৩২
প্রধান উপদেষ্টাকে যা বললেন নরেন্দ্র মোদি

শেয়ারনিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বৈঠকে প্রধানত দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। বিশেষ করে তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অবস্থান তুলে ধরেন।

বিক্রম মিশ্রি জানান, প্রধানমন্ত্রী মোদি তার অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি ড. ইউনূসকে জানান, ভারতের উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা। প্রধানমন্ত্রীর মতে, দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কথাবার্তা উভয় দেশের এড়িয়ে চলা উচিত।

সীমান্ত নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মোদি সীমান্তের নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তা-ভাবনা প্রকাশ করেন।

হাসিনার সরকারের পতনের পর ২০২৪সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান এবং পরবর্তীতে ৮ আগস্ট ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। সেই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলছে ভারত, যা বাস্তবতার সঙ্গে অমিল বলে মন্তব্য করা হচ্ছে।

এ ছাড়াও, শেখ হাসিনার বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ, যা বৈঠকে আবারও উঠে এসেছে। তবে এ বিষয়ে মোদির কোন মন্তব্য পাওয়া যায়নি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে