ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে যা বললেন মাহফুজ আনাম

২০২৫ এপ্রিল ০২ ১৬:৪৮:১৮
সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে যা বললেন মাহফুজ আনাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে সম্প্রতি ইন্ডিয়া টুডের ‘নাথিং বাট ট্রু’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি বাংলাদেশে চলমান বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রাজ চেঙ্গাপ্পা।

‘নাথিং বাট ট্রু’ অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতি, গণ-অভ্যুত্থানের পর ঘটমান বিশৃঙ্খলা, চলমান সমস্যা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের করণীয় বিষয়গুলো আলোচনা করা হয়। দীর্ঘ এই সাক্ষাৎকারে মাহফুজ আনাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, যেখানে সেনাবাহিনীর ভূমিকাও উঠে আসে।

সাক্ষাৎকারে উপস্থাপক রাজ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেন: প্রথমটি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং দ্বিতীয়টি বাংলাদেশ সেনাবাহিনী। রাজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই পরিবর্তন প্রক্রিয়ার পেছনে ভূমিকা রেখেছে এবং তারা ক্রমবর্ধমান সংকটের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক ভাষণে সতর্ক করেন, দেশ একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাচ্ছে।

এ প্রসঙ্গে মাহফুজ আনাম বলেন, “যদি সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চাইত, তাহলে তাদের জন্য এই সুযোগটি ছিল যখন প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং ড. ইউনূস তখনো দায়িত্ব গ্রহণ করেননি। ওই সময় সেনাবাহিনী যদি চাইত, তাহলে হস্তক্ষেপ করতে পারত। তবে তারা তা করেনি।”

মাহফুজ আনাম বলেন, “সেনাপ্রধান বিভিন্ন বক্তৃতায় বারবার বলেছেন, তারা কেবল ইউনুসের সরকারকে সমর্থন করতে আগ্রহী। সতর্কবার্তাটি শুধু সরকারের জন্য নয়, বরং ছাত্রদের এবং দেশের কিছু অস্থিতিশীল গোষ্ঠীর জন্যও ছিল। তার ভাষা কিছুটা কঠোর হলেও সতর্কতা যথাসময়ে এসেছে।”

সাক্ষাৎকারে মাহফুজ আনাম “সেনাবাহিনী রাজনৈতিক আগ্রহ দেখায়নি” বলেও দাবি করেন।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাবেক-বর্তমান সেনা সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ৫ আগস্টের ঘটনার পর অনেকেই সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে তাদের সমর্থन জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।

এই বিষয়গুলো ‘নাথিং বাট ট্রু’ সাক্ষাৎকারে এসেছিল, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে