ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড, ছাত্রদলের অস্বীকার

২০২৫ মার্চ ২৯ ২৩:৫৫:২৮
ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড, ছাত্রদলের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছেস জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে, যেখানে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে লাঞ্চিত করা হয়।

এ বিষয়ে এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণা আসার পর বিভিন্ন জায়গা থেকে তাকে ফোন করে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, "মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ২৪-এর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না।"

অভিযোগ অনুযায়ী, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলেও সেখানে আগে থেকেই ছাত্রদল ও বিএনপির কিছু সদস্য অবস্থান করছিলেন।

পার্টির নেতারা জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নেন, তখন ছাত্রদল ও বিএনপির সদস্যরা সেখানে হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “ছাত্রলীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হচ্ছিল। আমরা তা প্রতিহত করেছি, হামলা বা ধাক্কাধাকির অভিযোগ সত্য নয়।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে