ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দিল আদালত

২০২৫ এপ্রিল ০৪ ১১:০৩:০৯
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দিল আদালত

শেয়ারনিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। আদালতের রায় অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৪ এপ্রিল) আদালতের এই রায়ে বলা হয়েছে, ইউন সুক ইওল গত বছরের ৩ ডিসেম্বর সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। তার দাবি ছিল, রাষ্ট্রবিরোধী ও উত্তর কোরিয়া-সমর্থিত শক্তিগুলো সরকারে অনুপ্রবেশ করেছে। এ পরিস্থিতিতে সামরিক আইন জরুরি মনে করেন তিনি। তবে আদালতের মতে, এ সিদ্ধান্ত ছিল অসাংবিধানিক এবং নাগরিক স্বাধীনতার প্রতি স্পষ্ট হুমকি।

তৎক্ষণাৎ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের ফলে দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করা হয়, ততক্ষণে ক্ষতির রেশ ছড়িয়ে পড়ে। এরপর জানুয়ারিতে জাতীয় পরিষদ ইউনকে অভিশংসিত করে।

শুক্রবার আদালতের আটজন বিচারকের মধ্যে ছয়জন তার অপসারণের পক্ষে মত দেন, ফলে ইউন সুক ইওলের ক্ষমতা চূড়ান্তভাবে শেষ হলো।

বিরোধী ডেমোক্রেটিক পার্টি আদালতের এই রায়কে ‘জনগণের জয়’ হিসেবে অভিহিত করেছে। দলের মুখপাত্র জো সেউং-লা নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে সংবিধান মেনে দেশ পরিচালনার আহ্বান জানান।

রায়ের পর সিউলসহ বিভিন্ন শহরে জনমত দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ইউনের সমর্থকেরা রাস্তায় নেমে তার পুনর্বহালের দাবি জানায়, অন্যদিকে বামপন্থিরা অভিশংসন উদযাপন করে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়ে দেশের জনগণের প্রতি শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আলীম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে