ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ডিনারে পাশাপাশি ইউনূস-মোদি, কী কথা হলো তাদের মধ্যে?

২০২৫ এপ্রিল ০৩ ২২:৩৫:০৯
ডিনারে পাশাপাশি ইউনূস-মোদি, কী কথা হলো তাদের মধ্যে?

বিশেষ প্রতিবেদন: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের এবং ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী অংশ নিলেও তাদের একসঙ্গে দেখা হয়নি। এরপর ঢাকার পক্ষ থেকে ভারতের সঙ্গে ‘বন্ধুত্বসূলভ’ আচরণের প্রত্যাশা বারবার প্রকাশ করা হয়েছে এবং ভারতও সে কথায় সায় দিয়েছে।

সম্প্রতি ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডর নিয়ে দু’দেশের মধ্যে একটি বাকযুদ্ধের সূচনা দেখা গেছে। জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এদিকে, বিমসটেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির অফিসিয়াল ডিনারে একসাথে বসার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবিতে দেখা যাচ্ছে, দুই দেশের সরকারপ্রধান পাশাপাশি ডিনার করছেন। তবে সেখানে তাদের মধ্যে কী আলাপ হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

তবে বৈঠকের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র সৌজন্যতা সূচক আলোচনা হয়েছে, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির বৈঠক নিয়ে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছিল, যার পর ভারতীয় পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মিরাজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে