ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ইতিবাচক সাড়া

২০২৫ এপ্রিল ০৪ ২১:১৩:২৮
অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ইতিবাচক সাড়া

নিজস্ব প্রতিবেদক: অবশেষে মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার জন্য সম্মত হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার ব্যক্তিকে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার তাদের চূড়ান্ত সম্মতি জানিয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এই ঘটনাকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সরকার মিয়ানমারকে ছয় ধাপে রোহিঙ্গাদের তালিকা প্রদান করেছে। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া এখনও চলমান, এবং যাচাই শেষ হলে তাদের ভাগ্য নির্ধারণ হবে।

মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, বাকি প্রায় ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর ইচ্ছা জানান।

মাসুদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে