ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

২০২৫ এপ্রিল ০৪ ১৯:৫২:৪০
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ৩১ মার্চ বিদায় নিয়েছে এবং এখন শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ হিসেবে পরিচিত।

আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির’ মতে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। এর ফলে ২৮ মে হবে জিলহজের প্রথম দিন। মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত এটিকে আকাশে দেখা যাবে, যা অর্ধচন্দ্র হিসেবে সহজেই দৃশ্যমান হবে।

যদি এই জ্যোতির্ভৌত তথ্য সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এরপর ৬ জুন পালিত হবে ঈদুল আজহা। তবে যদি ২৭ মে জিলহজের চাঁদ দেখা না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হবে ৭ জুন।

বাংলাদেশের ক্ষেত্রে ঈদ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর হয়। তাই দেশে ৭ অথবা ৮ জুন ঈদ পালিত হবে। ঈদুল আজহা যেটি কোরবানির ঈদ নামেও পরিচিত, তা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) কর্তৃক তাঁর পুত্রকে কোরবানির জন্য প্রস্তুতির ঘটনা থেকে উদ্ভূত। বিশ্বব্যাপী মুসলমানরা এ দিন পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে