ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

জুতার মালা পরানো সেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

২০২৫ এপ্রিল ০৪ ২১:৩১:২০
জুতার মালা পরানো সেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, যাঁরা তাঁকে লাঞ্ছিত করেছিলেন, তাঁদের নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে আবদুল হাইয়ের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার সময় আবদুল হাই, তাঁর স্ত্রী, পুত্রবধূ এবং নাতি-নাতনিরা বাড়িতে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাড়ির গেট ও দরজা-জানালা ভাঙচুর করে। তবে তারা অভ্যন্তরে প্রবেশ করতে সফল হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, “যারা আমাকে গলায় জুতার মালা পরিয়েছে, তাদের একটি গোষ্ঠী বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারলে আমাকে হত্যা করত।”

আবদুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা জানান, হামলা চালানোর আগে তাঁর বাবাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা করা হয়েছিল। কিন্তু মূল আসামিরা এখনও গ্রেফতার হয়নি এবং তারা এলাকার মধ্যে বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সিরিয়াস নয়।

স্থানীয় সূত্র মতে, গত বছরের ২২ ডিসেম্বর আবদুল হাই কানুরকে লাঞ্ছনার পর থেকে এলাকায় উত্তেজনা বেড়ে যায়। তিনি ২৫ ডিসেম্বর থানায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি করার পর পুলিশ কয়েকজনকে আটক করেছিল। কিন্তু পরবর্তীতে আর কেউ গ্রেফতার হয়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, “বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। আমরা চেষ্টা করছি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে