ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

২০২৫ এপ্রিল ০৪ ২২:০৯:১২
আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে বিশাল ব্যবধানে হেরেছে।

তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট নয়; বরং ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে।

ফুটবল নিয়ে জনপ্রিয় এই ওয়েবসাইটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামে একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণ করেছে ৬৪টি দেশ। ভোটিং প্রক্রিয়ায় প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার) ব্যবহার করা হয়।

বাংলাদেশ প্রতিটি ধাপে প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে উঠে আসে। পাশাপাশি আর্জেন্টিনাও একইভাবে ভোটের ফলাফলে ফাইনালে স্থান করে নেয়।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত ওই ফাইনাল পোলে বাংলাদেশ আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি। ২১ ঘণ্টার অনলাইন ভোটের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশ ৯ লাখ ১৬ হাজার ভোট (রিঅ্যাকশন) পায়। বিপরীতে আলবিসেলেস্তেদের প্রাপ্ত ভোট মাত্র ১৯ হাজার।

এদিকে, চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ ‘রাউন্ড অব সিক্সটিন’-এ ব্রাজিলকেও হারিয়েছে।

মিরাজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে