ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানের আশা প্রধান উপদেষ্টার

২০২৫ এপ্রিল ০৩ ২০:৫৩:৪০
শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানের আশা প্রধান উপদেষ্টার

বিএসএস প্রতিবেদন: যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।”

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

এ বিষয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ৩৭% শুল্ক আরোপ করেছে, যা আমাদের জন্য একটি উদ্বেগজনক বিষয়। তবে, আলোচনা এখনো শুরু হওয়ার পর্যায়ে রয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি এবং আমাদের গৃহীত পদক্ষেপগুলোতে আশাবাদী যে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি এমন সমাধানের দিকে যাচ্ছি যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।”

শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দৃঢ় বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেন। এই সিদ্ধান্তে এদেশের পণ্যে অতীতে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে