ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ইস্যু ম্যানেজারদের আইপিও-তে অংশগ্রহণের সুপারিশ 

২০২৫ এপ্রিল ০৪ ১৯:১৮:৫৮
শেয়ারবাজারে ইস্যু ম্যানেজারদের আইপিও-তে অংশগ্রহণের সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স শেয়ারবাজারের প্রাথমিক পাবলিক অফারে (আইপিও) অংশগ্রহণ বা বিডিংয়ের জন্য ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানগুলোকে সুপারিশ করেছে।

গত ২৫ মার্চ মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ বিষয়ে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের শিরোনাম ছিল "প্রস্তাবিত প্রাথমিক পাবলিক অফার (আইপিও) এবং সম্পর্কিত আইনে প্রস্তাবিত পরিবর্তন"।

এরপর ২৮ মার্চ বিএসইসি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইপিও-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়েছে।

টাস্কফোর্স ১৭টি গুরুত্বপূর্ণ বিষয়ে আইপিও নিয়ম সংস্কারের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, আইপিও প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সিকিউরিটিজ রাখার অনুমতি দেওয়া উচিত যাতে তারা আরো জবাবদিহি হতে পারে।

টাস্কফোর্স বলেছে, উন্নত দেশগুলোতে লিড ম্যানেজার বা আন্ডাররাইটার কোম্পানি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য কোম্পানি থেকে শেয়ার কিনে থাকে। এমন ব্যবস্থা আমাদের দেশেও থাকা উচিত।

বর্তমানে ইস্যু ম্যানেজার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা ইস্যুকারী বা এর সাথে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি পায় না এবং তারা ইস্যুকারীর কোনও সিকিউরিটিজও রাখতে পারে না। টাস্কফোর্স পরামর্শ দিয়েছে যে এই নিয়মটি বাতিল করা উচিত। তারা এটা উল্লেখ করেছে, সরকারকে ভারতীয় উদাহরণ অনুসরণ করতে হবে এবং ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), বীমা কোম্পানি এবং স্টক ব্রোকারদের আন্ডাররাইটিং করার অনুমতি দেওয়া উচিত।

আইপিওর প্রেক্ষিতে, আন্ডাররাইটিং একটি বিনিয়োগ প্রক্রিয়া যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার বিক্রির গ্যারান্টি দেয় এবং পরে সেই শেয়ারগুলো বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়।

মামুন/

টাস্কফোর্স এছাড়াও আন্তঃসীমান্ত আইপিও সাবস্ক্রিপশনের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো চালু করার সুপারিশ করেছে, যা দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক স্তরে আরও সংহত করতে সাহায্য করবে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে