ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

অন্তবর্তী সরকারের বাজেট: আকার প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা

২০২৫ এপ্রিল ০৪ ১০:৪৮:৩৬
অন্তবর্তী সরকারের বাজেট: আকার প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা নির্ধারণ করা হতে পারে। বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৫.৫ শতাংশ ধরা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেটে কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকির ব্যবস্থা বজায় থাকবে এবং বাজেটের বক্তব্য হবে সংক্ষিপ্ত, ৫০-৬০ পৃষ্ঠার। ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনার জন্যও কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হবে।

এবছর রাজনৈতিক সরকার না থাকায় সংসদে বাজেট উপস্থাপন করা হবে না। তাই এই বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হবে, যা অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘটেছিল।

আগামী জুনের শুরুতে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে এই বাজেট ঘোষণা করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি ঘোষিত হবে।

বাজেট বক্তব্য লেখার কাজ চলছে এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য চিঠি প্রেরণ করেছেন।

চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। পূর্ববর্তী বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি ছিল এবং আগামী বাজেটেও তা জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হতে পারে।

বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের দিকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যেখানে বাজেটে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চলতি ২০২৫-২৫ অর্থবছরের ৭লাখ ৯৭ হাজার কোটি টাকার মূল বাজেট ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তা সংশোধন করে সাড়ে ৭ লাখ কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা করা হয়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে