ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক কাঠামো পর্যালোচনা করছে সরকার

২০২৫ এপ্রিল ০৩ ১২:০৪:৫৯
যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক কাঠামো পর্যালোচনা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক কাঠামো পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপ করার পর সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশে আমদানি করা পণ্যের ওপরে প্রযোজ্য শুল্কহার পর্যালোচনা করছে এবং দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের জন্য সম্ভাব্য বিকল্পগুলো খুঁজে বের করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান রপ্তানি বাজার। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করে চলেছে। বর্তমানে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছেন। আগে যা ছিল গড়ে ১৫ শতাংশ। এই নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশি তৈরি পোশাক খাত ধাক্কার মুখোমুখি হতে পারে।

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক মার্কেটের বৃহত্তম গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশ ২০২৪ সালে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করবে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলারই পোশাক।

এনবিআর সূত্রে জানা যায়, আধুনিকীকরণ এবং বৈদেশিক বাণিজ্য নীতির সাথে সামঞ্জস্য রেখে শুল্ক কাঠামো পর্যালোচনা করা হচ্ছে, বিশেষ করে কৃষি, শিল্প এবং ভোক্তাপণ্য খাতে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

বাণিজ্য বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এবং রপ্তানি বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এই পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাশাপাশি দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে বিভিন্ন চুক্তি ও আলোচনা চলমান রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে