ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

গৃহকর্মী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য পরীমনির

২০২৫ এপ্রিল ০৪ ২০:০৩:৫৫
গৃহকর্মী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য পরীমনির

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার এক সাবেক গৃহকর্মী পিংকি আক্তার। যিনি জানিয়েছেন যে তার ওপর নির্যাতন করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমনি। তিনি দাবি করেছেন, পিংকি তার গৃহকর্মী ছিলেন না বরং অসহায়ত্বের কথা বলে কাজের জন্য এসেছিলেন। কাজের অক্ষমতার কারণে পরীমনি এক মাস পরে তাকে বেতন ও বোনাসসহ বিদায় জানান।

পরীমনি জানান, পিংকিকে তিনি একটি এজেন্সির মাধ্যমে পেয়েছিলেন। তিনি বলেছিলেন, "মেয়েটা চাকরির জন্য এসেছিল, খুব কান্নাকাটি করল। বলল, বের করে দেবেন না, আমি কাজ করে দেব।" কিন্তু কাজ করার সক্ষমতা না থাকায় তিনি তাকে কাজ থেকে মুক্তি দেন।

অভিনেত্রী বলেন, পিংকির কর্মকাণ্ড তাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল। কারণ মেয়েটি প্রায় সময়ই ফোনে ব্যস্ত থাকতো এবং কোথায় যেন ছবি ও ভিডিও পাঠাতো। পরীমনি জানান, "ওর কর্মকান্ডের কারণে আমার সন্দেহ হয়েছে সে গুপ্তচর হয়ে ঢুকেছে।" তাকে বিদায় করতে চাইলেই সে কান্নাকাটি শুরু করতো।

তবে অভিযোগের বিষয়ে পরীমনি বলেন, "চার-পাঁচ দিনের জন্য এসে অভিযোগ করা সন্দেহজনক।" তিনি মনে করছেন, পিংকির পেছনে অন্য কেউ আছে এবং সেসব বিষয়ের তদন্ত করা উচিত। তিনি আরও জানান, তার বাসায় যারা কাজ করেন, তাদের সঙ্গে তিনি সবসময় ভালো সম্পর্ক রাখেন এবং কখনো কোনো অভিযোগ ওঠেনি।

তিনি বলেন, "এত বছর ধরে ঢাকায় আছি, আমার গৃহকর্মী ও গাড়িচালক কেউ বদলাতে হয়নি।" কিন্তু সে খুব স্মার্ট। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে। কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে বলে পরীমনি মনে করেন।

রিয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে