ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদে ছুটি মিলেনি, যা বললেন বাংলাদেশ অধিনায়ক

২০২৫ মার্চ ৩১ ২০:০১:৫৫
ঈদে ছুটি মিলেনি, যা বললেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক: নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে। ২০২৫ সালের বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের বাছাইপর্ব। এই কারণে নারী ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি মেলেনি।

ক্যাম্পে থাকা জ্যোতি ও সোবহানা মোস্তারি সোমবার ঈদ উদযাপন করেছেন মিরপুরে। পরে গণমাধ্যমের সামনে এসেছে দলটির অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, "আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমাদের এখানে থাকতে হচ্ছে। তবে সবার সাথে থাকাটা ভালো লাগছে।"

তিনি আরও বলেন, "অনেকে আছেন যারা পরিবারের সাথে ঈদের দিন থাকাটা সহ্য করতে পারছেন না। আমরা নিজেদের মনে রাখতে চাই, পরিবারকে মিস করছি। আমাদের দলে ফাহিমা আপু ও রিতু আপু আছেন, তারা অনেক বেশি ইমোশনাল এবং পরিবারের অনুপস্থিতিতে কষ্ট পাচ্ছেন।"

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিবার থেকে আলাদা ঈদ উদযাপন করা ক্রিকেটারদের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ বিষয়ে জ্যোতি বলেন, "মারুফা ও স্বর্ণা ছোট। তো আজ আমরা একসাথে গেট-টুগেদার করেছি বিসিবির উদ্যোগে। ঈদের দিনটা একটু হলেও বিশেষ হয়ে উঠেছে।"

বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, "ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা রয়েছে। সেখানে আমাদের ভালো করতেই হবে। এজন্য আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ঈদের সময় ট্রেনিং চালিয়ে যাব।"

তিনি জানান, "ঈদের দিন হয়তো ট্রেনিং থাকবে না। কিন্তু পিছনের ট্রেনিং চলতে থাকবে। যদি আমরা ছুটি দিতে চাই, তা দলের জন্য ভালো হবে না।"

মিরাজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে