ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

২০২৪ আগস্ট ২৩ ১৭:৩০:৪৭
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় তাকে গ্রেপ্তারে করে রিমান্ডে নেওয়া হয়।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিএনপির আইনজীবি ফারুক খান বলেন, আন্দোলনের সময় গণভবনে ১৪ দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন, ইনুরা ছিল। তারা সেখানে যেকোন ভাবে এই আন্দোলন ঠেকানোর কথাও বলেছে। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে।

রাশেদ খান মেননের পক্ষের আইনজীবী বলেন, আসামি অসুস্থ। তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন। তার চিকিৎসা দরকার। আদালত তার এই আবেদন না মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনা সরকারের ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে