ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

পুত্রের উপর অভিমান করে প্রবাসী পিতার আত্মহত্যা

২০২৪ জুলাই ০৪ ১৪:৫৪:৩১
পুত্রের উপর অভিমান করে প্রবাসী পিতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : পুত্রের উপর অভিমান করে ফরিদপুরের ভাঙ্গার এক প্রবাসী পিতার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

স্থানীয় উপজেলার হামেরদী ইউনিয়নের মাঝিকান্দি এলকায় মতিয়ার কাজী দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। এই বছর পবিত্র ঈদুল আজহার সময় ছুটিতে দেশে আসেন।

এরপর তিনি লক্ষ্য করেন তার ছেলে মুন্না কাজী প্রতিদিন বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এবং বিভিন্ন নেশার জিনিস গ্রহণ করেন।

গত ০৩ জুলাই (বুধবার) দিবাগত রাতে ছেলে মুন্না কাজীর সাথে তার পিতা মতিয়ার কাজীর মালিকানাধীন সাথে ঝগড়া হয়। এরপর মনের দুঃখে মতিয়ার কাজী আত্মহত্যা করেন।

সৌদি এই প্রবাসীর আত্মহত্যার বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. শওকত হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে