ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুক্তিযুদ্ধ যেমন আমার, জুলাইও তেমনি আমার: নাহিদ

২০২৫ ডিসেম্বর ১৬ ১৯:১১:২১
মুক্তিযুদ্ধ যেমন আমার, জুলাইও তেমনি আমার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভক্ত করা যায় না, তেমনি ইসলামের নামেও বিভাজনের রাজনীতি গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ যেমন আমার, জুলাইও তেমনি আমার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আগ্রাসনবিরোধী যাত্রা শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হলেও মুক্তিযুদ্ধকে ঘিরে জাতীয় ঐকমত্য এখনো প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়টি জাতির জন্য এক গভীর সংকট বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক চর্চায় মুজিববাদকে সামনে রেখে দেশকে বিভক্ত করে রেখেছিল। নাহিদের বক্তব্যে উঠে আসে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রচিন্তার অন্যতম মৌল ভিত্তি হলেও পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের একক বয়ান থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করে নতুন রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠা করা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-এর ওপর হামলার পর পরিস্থিতিকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ছাড়া তাদের আর কোনো নিরাপত্তা শক্তি নেই।

নাহিদ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব।

সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে এনসিপি কোনো ধরনের আপস নয়, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চায় বলে স্পষ্ট করে জানান তিনি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে