ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত বাসভবন-অফিস

২০২৫ ডিসেম্বর ১৬ ২০:০০:৪১
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত বাসভবন-অফিস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার বাসভবন, অফিস এবং নিরাপত্তাসহ সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তিনি।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশাপাশি ভাড়া করা ‘ফিরোজা’ বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান চেয়ারপারসনের অফিসে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। তদুপরি, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার তৈরি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী কার্যক্রম সমন্বয় করা হবে।

এদিকে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসায় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাসার সামনে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে এবং সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, এই ব্যবস্থা তারেক রহমানের অবস্থানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে।

এর আগে, জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে এই বাড়িটি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের হাতে হস্তান্তর করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের নেতার আগমনকে কেন্দ্র করে দেশবাসীর উদ্দীপনা রয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন। আমরা সেই প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে