ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

গাড়ি না ধোয়ায় বাংলাদেশিকে মারধর, কুয়েতি কর্মকর্তার ৭ বছরের শাস্তি

২০২৪ জুলাই ০৪ ১১:৪২:০৬
গাড়ি না ধোয়ায় বাংলাদেশিকে মারধর, কুয়েতি কর্মকর্তার ৭ বছরের শাস্তি

নিজস্ব প্রতিবেদক : কুয়েতে প্রবাসী মো. জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি কর্মীকে গাড়ি না ধোয়ায় মারধর করেছিলেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এই ঘটনায় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত।

জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন। তার নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির আঘাতে ভুক্তভোগী জামালের শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচল হয়ে পড়েছে। যার ফলে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ফৌজদারি আদালত।

আপিলের সময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন এবং তার আইনজীবী ‘অপর্যাপ্ত তদন্তের’ উদ্ধৃতি দিয়ে খালাসের পক্ষে যুক্তি দেন।

পাশাপাশি তিনি দাবি করেন, ভুক্তভোগী ঘটনাটি জানাতে বিলম্ব করেছেন এবং আগে থেকেই বিদ্যমান আঘাতের কারণে তিনি নিজেই পড়ে গিয়েছিলেন। বিবাদীর আইনজীবী সাজা স্থগিত করারও অনুরোধ করেন।

আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তার শাস্তি কমিয়ে সাত বছরের কারাদণ্ড দেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে