ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার

২০২৪ জুলাই ০৩ ১৬:৪৮:২৩
কুয়েতে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : কুয়েতে চিরুনি অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার (০১ জুলাই) ভোর থেকে চিরুনি অভিযান চলছে কুয়েতজুড়ে।

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে এ অভিযান পরিচালনা করছে তারা। যার নাম দেয়া হয়েছে ‘ব্ল্যাক মান্ডে ডাউন’।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের জাহরা, জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, খাইতান, আল-আহমদি, সালমিয়া, হাওয়ালি, ময়দান হাওয়ালি এবং জাবরিয়াতে অভিযান চালিতে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। যারা বিভিন্ন আইন লঙ্ঘন করে কুয়েতে বসবাসরত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের চারদিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।

আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে