ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, সাত দিনে গ্রেপ্তার ১৩ হাজার প্রবাসী

২০২৪ জুন ২৯ ২২:৫১:৪৯
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, সাত দিনে গ্রেপ্তার ১৩ হাজার প্রবাসী

প্রবাস ডেস্ক : সৌদি আরবে অবৈধ প্রবাসীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। গত সাত দিনে ১৩ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৬ জুন সারা সৌদি আরবে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশটিতে আবাসন, শ্রম, ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন ঠেকাতে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য ৩ হাজার ২৩০ জন এবং শ্রম নিয়ম লঙ্ঘনের জন্য এক হাজার ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেন, ৬২ শতাংশ ইথিওপিয়া এবং দুই শতাংশ অন্যান্য দেশের মানুষ। বেআইনিভাবে সৌদি আরব ছাড়তে গিয়ে আরও ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করার পাশাপাশি এসব মানুষের কার্যক্রম গোপন করার জন্য একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশগুলির মধ্যে একটি সৌদি আরবের মোট জনসংখ্যা ৩২ মিলিয়ন। তবে দেশে অনেক প্রবাসীর বসবাস।

সম্প্রতি দেশটি অবৈধ অভিবাসীদের একটি বড় আকারের রাউন্ড আপ শুরু করেছে। এই অভিযানের আওতায় সৌদি পুলিশ সারাদেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে