ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

২০২৪ জুন ২৯ ১২:৩০:৩৩
আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস ১০ দিন পর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

গত ১৮ এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় যান। এরপর থেকে তিনি সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। তার তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে। বর্তমানে তার স্ত্রী সন্তান সম্ভবা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে