ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

১৫ বছরে বিদেশ গেছে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মী

২০২৪ জুন ২৩ ২১:১৯:৩৮
১৫ বছরে বিদেশ গেছে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মী

নিজস্ব প্রতিবেদক : গত ১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ রোববার (২৩ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, গত ১৫ বছরে অর্থাৎ ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বিদেশে যাওয়া নারী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি নারী কর্মী গেছেন সৌদি আরবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প ও বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে