ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

এবার দুবাই দিলো ইউরোপের মতো সুযোগ

২০২৪ জুন ২২ ১৬:৩৪:১৭
এবার দুবাই দিলো ইউরোপের মতো সুযোগ

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের অন্যতম কর্মসংস্থানের দেশ যাবত সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন যাবত ভিসা জটিলতায় পড়েছে বাংলাদেশ। ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা ও পার্টনার ভিসায় নিয়ে আরোপ হয়েছে কঠোর বিধি নিষেধ।

এমন নেতিবাচক অবস্থায় আশার বাণী শুনিয়েছেন দেশটির দুবাই ট্যাক্সি। এই কোম্পানিটি বাংলাদেশ থেকে ৯০০ বাইক রাইডার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাংলাদেশ মিশনকে। এই জন্য তারা ডিমান্ড লেটারও পাঠিয়েছেন বাংলাদেশ মিশনের কাছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের প্রয়োজন তিন হাজার বাইক রাইডার। আপাতত কোম্পানিটি ৯০০ বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নিয়ে যাবে বলে জানিয়েছেন। বাকি দেড় হাজার এশিয়ার অন্যান্য দেশ থেকে নিয়োগ দেবে।

এই বিষয়ে দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত ২৪ মে দুবাই সফর কালীন সময়ে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করে এই ধরনের ১৬ টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। এই সময় কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে আশ্বস্ত করেন মন্ত্রী। বৈঠকেত দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন। এরপরেই দুবাই টেক্সির পক্ষ থেকে এই ঘোষণা আসলো।

এদিকে, কোম্পানিটি বাইক রাইডারদের ভাষার দক্ষতার উপর জোর দিচ্ছে যারা দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি করবে। নিযুক্ত কর্মচারীরা বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে ২৬০০ দিরহাম পাবেন মূল বেতন যা ৮৪ হাজার টাকা। তাছাড়া, সারে ৭ শতাংশ কমিশনও আয়ের উপর রাখা হয়।

সংস্থাটি কর্মীদের বিনামূল্যে থাকার ব্যবস্থাও করছে। অভিবাসন ব্যয় পরিশোধ করতে গিয়ে নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা যেন কোনো ধরনের দালালের ফাঁদে না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে