ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ঈদের আনন্দে মুখরিত বাহরাইন, নোয়াখালী সোসাইটির আয়োজনে পুনর্মিলনী ও ফুটবল

২০২৪ জুন ১৯ ১১:২৮:২৪
ঈদের আনন্দে মুখরিত বাহরাইন, নোয়াখালী সোসাইটির আয়োজনে পুনর্মিলনী ও ফুটবল

প্রবাস ডেস্ক : বাহরাইনে বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের প্রবাসীদের নিয়ে নোয়াখালী সোসাইটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) প্রবাসীদের নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির।

এছাড়াও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নুল আবেদিন, স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যদের নিয়ে গঠন করা হয় সাদা ও লাল দল। এই দুই দলের প্রতিযোগিতামূলক খেলায় সাদা দল ৭-৫ গোলে বিজয়ী হয়।

সাদা দলের নেতৃত্ব দেন দূতাবাসের শ্রমসচিব মাহফুজুর রহমান। লাল দলের নেতৃত্ব দেন নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক শহীদ হোসেন।

অনুষ্ঠানে দুই শতাধিক বাহরাইন প্রবাসী উপস্থিত ছিলেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে