ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালিতে ঈদুল আজহা পালিত

২০২৪ জুন ১৬ ১৫:৩৩:০৭
ইতালিতে ঈদুল আজহা পালিত

প্রবাস ডেস্ক : ইতালিতে মহাআড়ম্বরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাংলাদেশিসহ প্রায় ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশটির বিভিন্ন শহরে ঈদ উদযাপন করছেন।

আজ রোববার (১৬ জুন) ইতালির বিভিন্ন শহরের অস্থায়ী ঈদগাহ মাঠ, খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

ইতালির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় রাজধানী রোমের পিয়াজা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে।

মিলানের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৬টা থেকে ৫টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মিলানে ৩০টির বেশি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ভেনিসের ভিসেঞ্জায় সকাল সাড়ে ৭টায় ভেনিস মুসলিম সম্প্রদায়ের আয়োজনে ভেনিসের হাস পার্কে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের ছুটি হওয়ায় দেশে ঈদ উদযাপনে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন মেজাজ। প্রবাসী মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দুগ্ধ খামার ব্যবসায়ীরা জানান, এই বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিচ্ছেন। কোরবানির জন্য প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দের গরু, ছাগল ও ভেড়া কিনেছেন।

প্রবাসীরা জানান, এবার ঈদের দিন ছুটি। তাই সব মুসলিম বাংলাদেশি একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

তারা জানান, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দেশে-বিদেশে পশু কোরবানি করেন। তারা বিশ্বের সকল মুসলমানের শান্তি কামনা করেন।

এএসএম/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে