ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানের নাগরিকত্ব পেলেন ২৫৭ প্রবাসী

২০২৪ মে ১৩ ০৬:৪১:০৬
ওমানের নাগরিকত্ব পেলেন ২৫৭ প্রবাসী

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসীদের মধ্য থেকে ২৫৭ জনকে নাগরিকত্ব দিয়েছে।

দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক রয়্যাল ডিক্রির মাধ্যমে তাদের নাগরিকত্বের অনুমোদন দেন।

রোববার এক প্রতিবেদনে ওমানি সংবাদমাধ্যম টাইমস অফ ওমান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে গত বছরে কয়েক ধাপে অন্তত ৫০০ প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দিয়ে রাজকীয় ডিক্রি জারি করেছিল দেশটি।

প্রবিধানের কাগজে চলতি মাসের ৫ তারিখের সময়কাল উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই তারিখ থেকেই তালিকায় থাকা সকল প্রবাসী ওমানের নাগরিক হিসেবে সকল মর্যাদা ভোগ করতে পারবেন।

অবশ্য ওমানের জাতীয়তা আইনের শর্তপূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যেকোনও মুহূর্তে তা বাতিল করতে পারবে।

ওমানের বর্তমান আইনে দেশটিতে বা অন্য কোনও দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে