ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

২৫ বছর পূর্তিতে দুদিনের বর্ণাঢ্য আয়োজন করলো কানাডা উদীচী

২০২৪ মে ১২ ২২:০৫:০১
২৫ বছর পূর্তিতে দুদিনের বর্ণাঢ্য আয়োজন করলো কানাডা উদীচী

প্রবাস ডেস্ক : ২৫ বছর পূর্তি পালন করেছে কানাডা উদীচী সংগঠন। এই উপলক্ষে দেশটির শহরের সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোস্থ বাংলাদেশ কনসাল জেনারেল ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম, শিল্পপতি জয়দেব সরকার।

অনুষ্ঠানে উদীচী কানাডার সভাপতি সুমন সাইয়েদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো জনপ্রিয় শিল্পী মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় গণসঙ্গীত। উদীচী কানাডার শিল্পীরা এতে অংশ নেন।

পরে ইত্তেলা আলীর পরিচালনায় রবীন্দ্র নাথ ঠাকুরের নৃত্যনাট্য 'মায়ার খেলা' মঞ্চস্থ হয়। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে এই নৃত্যনাট্যটি দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ছোট শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রয়াত কবি আসাদ চৌধুরী, প্রয়াত সঙ্গীতজ্ঞ ও শিক্ষক নুরুল আলম লাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মাহমুদ, শিল্পী ও শিক্ষক এএফএম আলীমুজ্জামান এবং শিল্পী মহীতোষ তালুকদার তাপসকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার গণসংগীত ও রবীন্দ্র নাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ হবে। বিপুল সংখ্যক দর্শক টিকিট কিনে উদীচী কানাড় অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে