ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

২০২৪ মে ১২ ২১:২৮:৪৮
স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রবাস ডেস্ক : স্পেনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকে নাম মেহেদী হাসান (২৩)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার ভোর ৫টায় মৃত্যু হয় তার।

নিহত মেহেদীর চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো ভাতিজা মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে।

তিনি আরো জানান, নিহত হাসানের মরদেহ দেশে প্রেরণ ও আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা চলছে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে