ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

লন্ডনের রাস্তায় হঠাৎ ঘোড়ার তাণ্ডব!

২০২৪ এপ্রিল ২৪ ২২:০১:৪২
লন্ডনের রাস্তায় হঠাৎ ঘোড়ার তাণ্ডব!

প্রবাস ডেস্ক : আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে হঠাৎ করেই লন্ডনের রাস্তায় ছুটতে শুরু করেছে কয়েকটি দলছুট ঘোড়া। লাফিয়ে লাফিয়ে ছুটতে গিয়ে সেগুলো গাড়িতে ধাক্কা মেরে বসেছে। বাসের সামনের কাঁচ (উইন্ডস্ক্রিন) ভেঙে দিয়েছে।

দলছুট ঘোড়াগুলোকে ধরতে পিছনে পিছনে ছুটেছে সেনা ও পুলিশ। ঘোড়ার আক্রমণের শিকারদের উদ্ধারে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সও রাস্তায় নেমে আসে।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমাদেরকে ফোন করে কয়েকটি ঘোড়া পালিয়ে যাওয়ার এবং সেগুলোর লন্ডনের সড়কে দৌড়ে বেড়ানোর খবর দেওয়া হয়।

পুলিশ বলেছে, পরে আমাদের কর্মকর্তারা লাইমহাউজের কাছের একটি মহাসড়ক থেকে দুইটি ঘোড়াকে পাকড়াও করেন।” ঠিক কতগুলো ঘোড়া পালিয়ে রাস্তায় নেমেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।

তবে বার্কিংহাম প্যালেসের কাছের একটি সড়ক থেকে একজন ট্যাক্সি চালক তিনটি ঘোড়াকে দৌড়ে যেতে দেখেছেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “দলছুট হওয়া সবগুলো ঘোড়াকে পাকড়াও করা হয়েছে এবং সেগুলোকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘোড়ার ধাক্কায় চারজন আহত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে