ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

দুবাই ফেরত যাত্রীর কম্বলে মিলল এক কেজি স্বর্ণ

২০২৪ এপ্রিল ২২ ১৯:৪৪:৫৬
দুবাই ফেরত যাত্রীর কম্বলে মিলল এক কেজি স্বর্ণ

প্রবাস ডেস্ক : দুবাই থেকে চট্টগ্রামে বিশেষ পদ্ধতিতে স্বর্ণ আনছিলেন তিন যাত্রী। সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরে আসার পর তাদের তল্লাশি করা হয়।

তাদের ব্যাগের ভেতর থাকা কম্বলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো এক কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। তবে ওই তিন যাত্রীকে এখনো আটক দেখানো হয়নি; তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তারা। পরে এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগে তাদের ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন— মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ। এরমধ্যে মোবারক আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, নাজমুল হকের চট্টগ্রামের সাতকানিয়ায় এবং আনোয়ার শাহের সন্দ্বীপ এলাকায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সিভয়েস২৪-কে বলেন, সোমবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে ওই তিন যাত্রী চট্টগ্রামে আসেন। এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তাদের ব্যাগ তল্লাশি করেন এবং একটি কম্বলে লুকিয়ে রাখা ১ কেজি সোনা খুঁজে পায়। ওই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এখনো আটক করা হয়নি; তবে আটকের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে