ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৫ হাজার প্রবাসী গ্রেফতার

২০২৪ এপ্রিল ২২ ১২:৩৩:৫৯
এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৫ হাজার প্রবাসী গ্রেফতার

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, যারা অবৈধভাবে দেশটিতে বসবাস করছে, তাদের ১৫ বছর অবধি কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হবে।

এছাড়া, বিধি-মোতাবেক এখানে চুরি করলে সাজা হিসাবে কেটে নেওয়া হয় হাত। যদি কেউ অস্ত্র নিয়ে চুরি বা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে তাকে আইন মোতাবেক সাজা দেওয়া হয়।

সারাবিশ্বে সৌদি আরব মুসলিম প্রধান দেশ হিসেবে কঠোর আইন প্রণয়নের জন্য পরিচিত। এখানে এক সপ্তাহেই গ্রেফতার করা হয় ১৫ হাজার বিভিন্ন দেশের প্রবাসী।

সম্প্রতিই সৌদি আরবে আইনের কড়াকড়ি নিয়ে ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। আর তাতেই এক সপ্তাহে ১৫ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা মূলত অবৈধভাবে বসবাস ও কাজ করার জন্য সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে। সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মধ্যে ৯৪৭৯ জনকে বেআইনিভাবে বসবাস ও ৩৭৬৩ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি ও ৩ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা ছিল।

নিয়ম-নীতি লঙ্ঘন করে অনুপ্রবেশকারীদের আশ্রয় ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন তাদের ১৫ বছরের কারাদণ্ড ও ২ কোটি টাকা জরিমানা করা হবে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে