ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডার ভ্যাঙ্কুভারে প্রবাসীদের বর্ণিল বৈশাখী মেলা

২০২৪ এপ্রিল ২১ ২২:২৪:৪৬
কানাডার ভ্যাঙ্কুভারে প্রবাসীদের বর্ণিল বৈশাখী মেলা

প্রবাস ডেস্ক : গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে কানাডার ভ্যানকুভারে বর্ণিল বৈশাখী মেলা ১৪৩১ উদযাপিত হয়েছে। দেশীয় বাহারি পোশাক পরে মেলায় শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মেলায় ছিল দেশীয় বিভিন্ন খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান।

দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সুরেলা গান ও নৃত্য পরিবেশিত হয়। অতিথি শিল্পী ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় তার সুরেলা কন্ঠে সবাইকে মন্ত্রমুগ্ধ করেন।

ব্রিটিশ কলাম্বিয়া (রক্ষণশীল) পার্টির নেতা জন রাস্ট্রেড এবং তার স্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মো. ইমন।

পদ্মা-মেঘনা-যমুনার মিলনের মতো দিনব্যাপী প্রাণ মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও যোগ দেন এবং উপভোগ করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী বাঙালির আড্ডা আর গানের সুর, কবিতার ছন্দ, নাচ ও পরিবেশনা কোথাও ব্যর্থ হয়নি।

আয়োজক সংগঠনের সভাপতি ইমন গণমাধ্যমকে বলেন, আমরা বিদেশে থাকলেও আমাদের হৃদয় বাংলাদেশে। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করেছি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতির চর্চা করুক। বিশ্বের দরবারে আমাদের লাল-সবুজের পতাকা উত্তোলন হোক।

বিদেশে কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে নতুন প্রজন্ম বারবার জেগে উঠবে বলে আশা করছেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে