ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

আরব আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ

২০২৪ এপ্রিল ২১ ১২:৩৩:৪৬
আরব আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রবাস ডেস্ক : আরব আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রবাসীদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ সমিতি শারজাহ। দেশটিতে দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং বন্যা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে ৫ শতাধিক প্রবাসীদের মাঝে খাবার ও পানীয় দ্রব্য বিতরণ করা হয়।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করে কনস্যুলেটের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান৷

এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম।

এছাড়া আরা উপস্থিত ছিলেন, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গির, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপু।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে