ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি থেকে ফেরার পথ খুঁজছেন দুই ভাই

২০২৪ এপ্রিল ১৭ ২৩:০৪:৩৯
সৌদি থেকে ফেরার পথ খুঁজছেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : সংসারে সুখ আনতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে রান্না করতে গিয়েছিলেন হুগলির গুপ্তিপাড়ার দুই ভাই।

কিন্তু তারা সেখানেই আটকে আছে। মরুভূমিতে অভিবাসী শ্রমিকদের দুর্দশার গল্প আবারও উঠে আসছে!

রাজেন ও রতন সরকার নামের দুই ভাই জানান, হোটেলের সঙ্গে চুক্তি শেষ হলেও কাগজপত্রের কারণে তারা ফিরতে পারছেন না।

তাঁদের অভিযোগ, ওই সংস্থা কাগজপত্র তৈরি করে না দেওয়াতেই এই অবস্থা। তার উপরে সেখানকার ভারতীয় দূতাবাস থেকেও সাহায্য মিলছে না।

অন্য কোন উপায় না দেখে তারা সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ই-মেইল করে। হুগলি জেলা ম্যাজিস্ট্রেট অফিসেও ই-মেল পাঠানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মুক্তা আর্য বলেন, বিষয়টি প্রশাসন খতিয়ে দেখবে।

গুপ্তিপাড়ার সারদানগরের একত্রিশ বছরের রাজেন এবং তার ভাই আঠারো বছর বয়সী রতন দুই বছর আগে রিয়াদে চলে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় একটি হোয়াটসঅ্যাপ কলে তারা জানিয়েছে যে ডিসেম্বরে সে দেশে থাকার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে তা বাড়ানো হয়নি।

দেড় মাস আগে সংস্থার সঙ্গে তাঁদের চুক্তি শেষ হয়েছে। তাঁদের অভিযোগ, সংস্থা দু’মাসের বেতন দেয়নি। প্রথমে আশ্বাস দিলেও তাঁদের বাড়ি ফেরানোর ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি।

রাজেন বলেন, ‘‘সংস্থা কোনও দায় নিচ্ছে না। দেড় মাস আগে ভারতীয় দূতাবাসে গিয়ে দরখাস্ত জমা দিয়েছি। তারাও কিছু করছে না।’’

দুই ভাই জানান, তাঁদের হাতে যা টাকাপয়সা ছিল, তা শেষ। এক বন্ধুর কাছে ধার করে চলছে। তাও শেষের পথে।

রাজেনের কথায়, ‘‘রোজার মাসে সন্ধ্যায় স্থানীয় মসজিদের পাশে গিয়ে খাবার এনেছি। এখনও চেয়েচিন্তেই চলছে। সরকারের কাছে অনুরোধ, ফেরানোর ব্যবস্থা করুক।’’

রাজেন-রতনের মা শিশুবালা সরকার কাঁদতে কাঁদতে বলেন, ‘‘ছেলেরা ভালয় ভালয় বাড়ি ফিরলে বাঁচি, আর কিছু চাই না।’’

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে