ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ঈদের সম্ভাব্য তারিখ জানালো ওমান

২০২৪ এপ্রিল ০৪ ২২:০৪:৩৬
ঈদের সম্ভাব্য তারিখ জানালো ওমান

প্রবাস ডেস্ক : ঈদের ছুটি ঘোষণা করেছে ওমান। সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিনের এই ছুটি ৯ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

এছাড়া সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ছুটির এই ঘোষণা প্রযোজ্য হবে। ১৪ এপ্রিল রবিবার অফিসের কার্যক্রম যথারীতি আবার শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান পর্যবেক্ষক আবদুল ওয়াহাব আল বুসাইদি ওমানে কবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে তার সম্ভাব্য উত্তর দিয়েছেন।

তিনি জানান ওমানে এবার ১০ এপ্রিল বা বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

আবদুল ওয়াহাব আল বুসাইদি বলেন, এবারের ঈদের তারিখ বের করাটা খুবই সহজ। কারণ ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। এর মানে হলো এবার রোজা হবে ২৯ টি। শুধু তাই নয়, আল বুসাইদির মতে এবার প্রায় সবকটি মুসলিম দেশে রোজা ২৯ টিই হবে। তিনি জোর দিয়ে বলছেন, এবারের ঈদের চাঁদ এতটাই স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যে খালি চোখেই তা দেখা যাবে।

এরকম কিছু হলে ওমানের বাসিন্দারা মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখতে ছুটবেন এবং ঈদ হবে বুধবার।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে