ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

২৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৪ এপ্রিল ০৪ ১০:১১:৫১
২৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রবাস ডেস্ক : মালয়েশিয়া থেকে ২৯ প্রবাসী বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ তাদেরকে ফেরত পাঠানো হয়।

বুধবার (৩ এপ্রিল) রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়।

এর আগে ২০ মার্চ সাজা শেষে নিজ খরচে, একই ইমিগ্রেশন ডিপো থেকে ৩৯ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ আরো জানায়, অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদের পাঁচ বছর বা স্থায়ীভাবে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে