ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

ডিসেম্বরে কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

২০২৩ ডিসেম্বর ২৫ ১৫:৩২:২৭
ডিসেম্বরে কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ডিসেম্বর মাসে ৩ হাজার ৩৭৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

যাদের মধ্যে প্রায় ১ হাজার ৯৯১ জন পুরুষ এবং ১ হাজার ৩৮৪ জন নারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর থেকে নির্বাসন বিভাগে রেফার করা হয়।

এরমধ্যে বাংলাদেশের প্রবাসীও রয়েছেন। তবে বাংলাদেশের কতজন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে তা জানানো হয়নি।

আরব টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে, তাদের অধিকাংশই আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘন করেছে, অন্যরা হয় প্রান্তিক কর্মী ছিল বা সন্দেহজনক হিসেবে নৈতিকতার লঙ্ঘন করেছিল।

কাতারের আইন প্রয়োগকারী সংস্থা প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক গ্রেফতার। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে