ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কানাডায় বিজয় দিবস উদযাপন করল উদীচী

২০২৩ ডিসেম্বর ২৫ ১২:৪২:০০
কানাডায় বিজয় দিবস উদযাপন করল উদীচী

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবছরও ‘উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কানাডা উদীচীর সভাপতি সুমন সাইয়েদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন রেজার সঞ্চালনায় বাংলাদেশ সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশেবিদেশের সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, বাংলা কাগজ’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর, নাট্যকর্মী মাহমুদুল ইসলাম সেলিম এবং উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা তপন সাইয়েদ।

উপস্থিত ছিলেন প্রবাসী টিভির কর্ণধার মাহবুব চৌধুরী রনি। অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ও ১২ মে রজতজয়ন্তী উদযাপনের ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সামাজিক সম্পৃক্ততা ‘ফুড ড্রাইভ’ কর্মসূচি হাতে নেওয়ার কথা জানানো হয়।

প্যাকেট ও কৌটা জাতীয় অপচনশীল খাবার সংগ্রহ করে তা ফুড ব্যাংকে হস্তান্তর করা হবে বলে আয়োজকরা জানান।

সবশেষে অনুষ্ঠিত হয় উদীচীর শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহানা আমিনের পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্যে অংশ নেন বিশিষ্ট নৃত্যগুরু চিত্রা দাশের স্কুল ‘নৃত্য ঝংকার’-এর শিক্ষার্থীবৃন্দ।

উদীচীর একক সংগীতে অংশগ্রহণ করেন সুমন সাইয়েদ, তপন সাইয়েদ, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ ও দ্বৈপায়ন। দলীয় সংগীতে ছিলেন মিঠুন রেজা, ইভা নাগ, গৌরী দাস, স্বপ্না দাশ, তাজীন ফাতেমা, শামসুল আলম, শাহ আরিফুজ্জামান, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ, সুমন সাইয়েদ। তবলা, ঢোল এবং মন্দিরাতে ছিলেন অমিত সাহা, হারুনুর রশিদ শ্যামল ও ঝুম্পা চক্রবর্তী।

১৯৯৮ সালের ৯ ডিসেম্বর কানাডা সরকারের নিবন্ধনের মাধ্যমে কানাডা উদীচীর যাত্রা শুরু হয়। তাই উপস্থিত উদীচীর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সুধীজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে